আবার আলোচনায় সালমান এফ রহমান

আবার আলোচনায় সালমান এফ রহমান!

ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের একজন অন্যতম শীর্ষ ব্যবসায়ী বিতর্কিত বক্তা জাকির নায়েকের পিস টিভিতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। সেখানে কোন নাম উল্লেখ করা হয়নি। তবে পরে বাংলাদেশের কিছু অনলাইন ভিত্তিক পত্রিকা শীর্ষ ব্যবসায়ী সালমান এফ রহমানের সাথে জাকির নায়েকের একটি ছবি ছেপেছে এবং ইঙ্গিত করেছে সালমান এফ রহমানই সেই ব্যক্তি।

সালমান এফ রহমান ইতিমধ্যে জানিয়েছেন পিস টিভিতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার প্রতিবেদনটি সত্য নয়।

দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ীকে নিয়ে এইরুপ ভিত্তিহীন রিপোর্ট দেশের ভাবমূর্তি ধ্বংস করবে। সাংবাদিকদের উচিৎ তথ্য যাচাই বাছাই করে প্রকাশ করা এবং প্রকৃত সত্য বের করে আনা।

উল্লেখ্য, জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ এসেছে তিনি ইসলামের ভুল ব্যাখ্যা দেন এবং তার মালিকানাধীন পিস টিভি সূক্ষ্ম ভাবে জঙ্গিবাদকে উসকিয়ে দেয়।

বাংলাদেশ সরকার সম্প্রতি পিস টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে।




Comments

Popular Posts