সম্পদ ও টাকার পিছনে দৌড়াবেন কেন?


সম্পদ ও টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে মানুষ মৃত্যুর কাছাকাছি চলে আসে তবুও সম্পদ ও টাকা ধরা দেয় না, আধরাই রয়ে যায়। হাজার মাইল দৌড়ালেও তা আধরা রয়ে যাবে।

তাই ঠিক করে নিতে হবে কতটুকু প্রয়োজন। খুশি থাকতে হবে প্রয়োজন মিতে গেলে। জীবন যেভাবে যাচ্ছে, সেভাবেই যেতে দিতে হবে।

Comments

Popular Posts