বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক

প্রতিনিধি দল. Photo: collected
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট ৬ জুন গাজীপুরে অবস্থিত বেক্সিমকো শিল্প পার্ক পরিদর্শন করেছেন। সাথে ছিল একটি প্রতিনিধি দল। বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাভেদ হুসেন তাদের শিল্প পার্ক ঘুরে দেখান।

বেক্সিমকো গ্রুপ প্রতিষ্ঠা করা হয়েছিল ১৯৭০ দশকে। শুরু হয়েছিলো একটি জুট মিল দিয়ে। আজ বেক্সিমকো গ্রুপ এর পরিচালনায় আছে বেক্সিমকো ফারমাসুটিকাল লিমিটেড , বেক্সটেক্স লিমিটেড, বেক্সিমকো অ্যাপারেল লিমিটেড, বেক্সিমকো সিন্থেটিক লিমিটেড, বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেড , বাংলাদেশ অনলাইন লিমিটেড, ইন্ডিপেন্ডেন্ট টিভি , দা ইন্ডিপেন্ডেন্ট , বেক্সিমকো ফ্যাশন লিমিটেড , জিএমজি এয়ারলাইন, শাইনপুকুর সিরামিক্স লিমিটেড , বেক্সিমকো মেরিন খাদ্য বিভাগ , বেক্সিমকো সিকিউরিটি লিমিটেড এবং আইএফাইসি ব্যাংক।

বেসরকারি ব্যাবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেক্সিমকো বর্তমানে সর্বাধিক লোকের কর্মসংস্থান যোগায় । 

Comments

Popular Posts