মিডল্যান্ড ব্যাংক এটিএম বুথ চালু করেছে গুলশান নর্থ এভিনিউয়ে

Midland Bank. Photo: collected
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড গুলশান নর্থ এভিনিউয়ের এন বি টাওয়ারে একটি এটিএম বুথ চালু করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান রেজাউল করিম।

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ২০১৩ সালে  প্রথম দফায় ৬ টি শাখার খোলার অনুমতি পেয়েছিল। মিডল্যান্ড ব্যাংকের বাজারে নিয়ে আসা সেবার মধ্যে রয়েছে এমডিবি সুপার সেভার, এমডিবি কলেজ সেভার, এমডিবি স্কুল সেভার, এমডিবি প্রবাসী সেভিংস এবং এমডিবি গিফট চেক। এছাড়া ব্যাংকটি  ভিসা ব্র্যান্ডের ক্রেডিট কার্ড চালু করেছে। 

Comments

Popular Posts