এফবিসিসিআই কি কি করে?

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি যা সংক্ষেপে এফবিসিসিআই নামে পরিচিত, বাংলাদেশের বিভিন্ন অংশে বাণিজ্য ও শিল্প মেলা আয়োজনে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সংস্থাগুলোকে সহায়তা করে।

প্রতিষ্ঠানটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটি ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা মোকাবেলা করার পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে।

বাণিজ্যিক, শিল্প ও আর্থিক নীতি প্রণয়নে পরামর্শমূলক ভূমিকা রাখে।

বিদেশী চেম্বার অব কমার্স এবং অন্যান্য বাণিজ্য ও শিল্প সমিতিগুলির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে।

কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে পরিচালক নির্বাচন। সেখানে ভোট দিতে এসেছিলেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতিও ছিলেন। ভোট দিয়ে তিনি বলেন, নতুন কমিটিতে যারা আসবেন তারা যেন ব্যবসায়ীদের দাবি দাওয়াগুলো নিয়ে সরকারের কাছে যান।

এফবিসিসিআই যেভাবে ব্যবসায়ীদের উপকার করছে

এফবিসিসিআইর নির্বাচনে সালমান এফ রহমান


Comments

Popular Posts