এলপিজির বাজার ও বেক্সিমকো এলপিজি নিয়ে যা ভাবছেন শায়ান এফ রহমান
শায়ান এফ রহমান একাধারে লোয়াবের ভাইস প্রেসিডেন্ট ও বেক্সিমকো এলপিজির চেয়ারম্যান। তিনি মনে করেন এ খাত খুবই সম্ভাবনাময়।
দৈনিক কালের কণ্ঠকে এক সাক্ষাৎকার দিয়েছেন এই তরুণ ব্যবসায়ী যেখানে তিনি বলেছেন এলপিজির বাজার প্রতিযোগিতাপূর্ণ তবে দেশের জনসংখ্যার ৭৫ শতাংশ এখনো এ খাতের বাইরে।
সাক্ষাৎকারে উঠে এসেছে -
গত ১০ বছরে অর্থনীতি যেভাবে বেড়েছে, মানুষের ক্রয়ক্ষমতা যেভাবে বাড়ছে তা অব্যাহত থাকলে এলপিজি খাত আরও সমৃদ্ধ হবে।
এলপিজির বাজারের উন্নয়নে নীতিমালার বাস্তবায়ন প্রয়োজন।
সরকার মাতারবাড়ীতে এলপিজি টার্মিনাল করছে। টার্মিনাল এসে গেলে বাংলাদেশে এলপিজি কম দামে দিতে পারবে।
সরকার যদি এ খাতের জন্য ভ্যাট-কর কমিয়ে দেয় তাহলে খুব ভালো হবে।
নিরাপত্তা সম্পর্কে গ্রাহকদের বোঝানোর জন্য সরকারকে সাথে নিয়ে কাজ করবার পরিকল্পনা করেছে লোয়াব।
সাক্ষাৎকারে শায়ান এফ রহমান আরও বলেছেন বেক্সিমকো এলপিজি ১ দশমিক ৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এ খাতে এবং ইতিমধ্যে মার্কেটে ৭ নম্বর পজিশনে চলে এসেছে। বাংলাদেশের কম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো এলপিজিই কম্পোজিট সিলিন্ডার সরবরাহ করে। অন্য কারো কম্পোজিট সিলিন্ডার নেই। তথ্য সুত্রঃ বেক্সিমকো এলপিজি ও দেশের এলপিজির বাজার নিয়ে আশাবাদী শায়ান এফ রহমান
সম্পূর্ণ সাক্ষাৎকারটি পড়া যাবেঃ বাজারের উন্নয়নে নীতিমালার বাস্তবায়ন প্রয়োজন
দৈনিক কালের কণ্ঠকে এক সাক্ষাৎকার দিয়েছেন এই তরুণ ব্যবসায়ী যেখানে তিনি বলেছেন এলপিজির বাজার প্রতিযোগিতাপূর্ণ তবে দেশের জনসংখ্যার ৭৫ শতাংশ এখনো এ খাতের বাইরে।
সাক্ষাৎকারে উঠে এসেছে -
গত ১০ বছরে অর্থনীতি যেভাবে বেড়েছে, মানুষের ক্রয়ক্ষমতা যেভাবে বাড়ছে তা অব্যাহত থাকলে এলপিজি খাত আরও সমৃদ্ধ হবে।
এলপিজির বাজারের উন্নয়নে নীতিমালার বাস্তবায়ন প্রয়োজন।
সরকার মাতারবাড়ীতে এলপিজি টার্মিনাল করছে। টার্মিনাল এসে গেলে বাংলাদেশে এলপিজি কম দামে দিতে পারবে।
সরকার যদি এ খাতের জন্য ভ্যাট-কর কমিয়ে দেয় তাহলে খুব ভালো হবে।
নিরাপত্তা সম্পর্কে গ্রাহকদের বোঝানোর জন্য সরকারকে সাথে নিয়ে কাজ করবার পরিকল্পনা করেছে লোয়াব।
সাক্ষাৎকারে শায়ান এফ রহমান আরও বলেছেন বেক্সিমকো এলপিজি ১ দশমিক ৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এ খাতে এবং ইতিমধ্যে মার্কেটে ৭ নম্বর পজিশনে চলে এসেছে। বাংলাদেশের কম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো এলপিজিই কম্পোজিট সিলিন্ডার সরবরাহ করে। অন্য কারো কম্পোজিট সিলিন্ডার নেই। তথ্য সুত্রঃ বেক্সিমকো এলপিজি ও দেশের এলপিজির বাজার নিয়ে আশাবাদী শায়ান এফ রহমান
সম্পূর্ণ সাক্ষাৎকারটি পড়া যাবেঃ বাজারের উন্নয়নে নীতিমালার বাস্তবায়ন প্রয়োজন
Comments
Post a Comment