বেস্ট অব ইন্ডিয়া এক্সপো- ২০২২

তিন দিনব্যাপী ‘বেস্ট অব ইন্ডিয়া এক্সপো- ২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ভারত-বাংলাদেশের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। দুই দেশের জাতীয় সংগীতও একজনের লেখা। যদি আমরা আমাদের আন্তঃসম্পর্কের মাধ্যমে একসঙ্গে ব্যবসা করতে পারি, তাহলে দুই দেশের বিজনেস কমিউনিটি লাভবান হবে। আমাদের দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। এটাই সঠিক সময়। এ সুযোগ হাতছাড়া করা যাবে না। বিজনেস কমিউনিটিকে কাজে লাগাতে হবে। আমাদের উচিত, দুই দেশেই বিনিয়োগ করা। আমরা দিল্লিতেও এমন মেলার আয়োজন করতে পারি। বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরো বেগবান করবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুসম্পর্ক কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্য এগিয়ে নেয়া সহজ হবে। সে সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন বাজার সৃষ্টিতে ভূমিকা পালন করবে। তারা বলেন, বাংলাদেশ ও ভারতের ইতিহাস এবং সংস্কৃতির মিল দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্কের সৃষ্টি করেছে। রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আরো জোরদার করতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করছে। উন্নয়নের দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্রুতবর্ধনশীল দেশ। বর্তমানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের শীর্ষ বাণিজ্যিক অংশীদার ও ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দুই দেশের অর্থনীতির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো জোরদার করতে ও পারস্পরিক সম্পৃক্ততা আরো দৃঢ় করতে বেস্ট অব ইন্ডিয়া এক্সপোর প্রস্তাব করা হয়েছিল।

Comments

Popular Posts